বিনা মূল্যে ঔষধ পেলেন ৮৮ ব্যক্তি

সাদত স্মৃতি পল্লীতে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কেউ এসেছেন ডাক্তার দেখাতে, কেউ সংগ্রহ করছেন বিনামূল্যে ঔষধ, কেউবা অংশ নিচ্ছেন গানের ক্লাসে। নরসিংদির দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর প্রতি সপ্তাহের চিত্র এটি। গত ৫, ৬ ও ১১ আগস্ট তিন দিনে মোট ৮৮ জন রোগীকে স্বাস্থ‍্য সেবা প্রদান করেছে সাদত স্মৃতি পল্লী। স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি রোগীদের বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।

এদিকে গত ৬ আগস্ট সাদত স্মৃতি পল্লীতে ৩০ জন দরিদ্র কিশোরী মেয়েকে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ‍্য পরামর্শ প্রদান করা হয়েছে। স্বাস্থ‍্য পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঐশী। আরো উপস্থিত ছিলেন দড়ি হাইরমার সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক ফারহানা আক্তার ও ফারজানা আক্তার। পরে উপস্থিত অতিথিদের হাত থেকে কিশোরী মেয়েরা স‍্যানিটারি ন‍্যাপকিন গ্রহণ করে। প্রতিমাসেই ৩০ জন কিশোরী মেয়েকে বিনামুল্যে এই সেবা প্রদান করা হয়।

 এছাড়া গত ৬ ও ১০ আগস্ট স্থানীয় দুটি স্কুলের ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মনিপুরা উচ্চ বিদ‍্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ইউনূস মিয়া বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া শিশু বিকাশ কেন্দ্রের নিয়মিত আয়োজন শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, অভিনয় ও কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।