সাদত স্মৃতি পল্লী : শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রমে অংশ নিয়েছে ৪০ শিক্ষার্থী

সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে গত ৮ নভেম্বর গানের ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি অবস্থিত। ২০১৫ সাল থেকে গ্রাম উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাদত স্মৃতি পল্লীতে শুক্রবার, শনিবার ও রোববার তিন দিন তিনজন চিকিৎসক দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। গত ৮ নভেম্বর ডা.খাইরুল ইসলাম ১৯ জন রোগীকে স্বাস্থসেবা প্রদান করেছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেক সেবাপ্রার্থী স্টকে থাকা সাপেক্ষে শতভাগ ঔষধ বিনামূল্যে সংগ্রহ করছেন।

স্বাস্থ্যসেবার পাশাপাশি সাদত স্মৃতি পল্লীতে শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম চলমান রয়েছে। গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে শিশু বিকাশ কেন্দ্রে নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি ও অভিনয় শিক্ষার ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হয়। গত শুক্রবার শিশু বিকাশ কেন্দ্রের ক্লাসে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

স্বাস্থ্যসেবা ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুইটি পৃথক ব্যাচে ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্যক্রম পরিচালনা করছে সাদত স্মৃতি পল্লী। গতকালের কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে ২২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।