শিশুদের নৈতিক শিক্ষা অর্জনে সহযোগিতা করছে সাদত স্মৃতি পল্লী

সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ক্লাস।

শিশুরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাঁরা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সাদত স্মৃতি পল্লী। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে মেঘনা নদীর তীর ঘেঁষে সাদত স্মৃতি পল্লী অবস্থিত।

গত ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় শুরু হয় সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম। শিশু বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাস। শিশুদের মানবিক গুনাবলী চর্চার পরামর্শ দেওয়া হয় ক্লাসে। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, নৃত্য ও গানের ক্লাস। ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় শিশুদের গল্প ও গানের ক্লাস অনুষ্ঠিত হয়।

এদিকে ২৩ সেপ্টেম্বর সকালে প্রকল্পের স্বাস্থ্য সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ। তিনি ৩৬ জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। সকল রোগীকে বিনামূল্যে প্রকল্প থেকে ঔষধ প্রদান করা হয়।

উল্লেখ্য, নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গল্প পাঠ, ছবি আঁকা, গান, নৃত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক ক্লাস নেওয়া হয়। এছাড়া ওই অঞ্চলে নিয়মিতভাবে অসহায় দরিদ্র মানুষের জন্য চিকিৎসক দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ দেওয়া হয়। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।