চিকিৎসকের সেবা থেকে ঔষধ, ফি মাত্র পাঁচ টাকা। গ্রামবাসীকে তাই চিকিৎসার জন্য হাজার টাকা খরচ করে আর শহরে যেতে হচ্ছে না। সাদত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে মিলছে এমন চিকিৎসা সেবা। প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার স্মৃতি পল্লীর পক্ষ থেকে চিকিৎসা সেবা পান গ্রামের বাসিন্দারা। ডা. শামসুজ্জামান হাসান গত ২৮ এপ্রিল স্মৃতি পল্লীতে স্বাস্থ্য সেবা প্রদান করেন। ডাক্তারের ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা বীরকান্দি গ্রামের ৭০ বছর বয়সি দেনু মিয়া বলেন, ‘আমার অনেক সমস্যা, ঠ্যাঙ্গের রগ টানা মারে, হাতে চুলকায়, হাত ফুইল্লা গেছে। হুনছি এনো ভালা ডাক্তার আয়ে। আমি এবারই পইল্লা ডাক্তার দেহাইতে আইছি। প্রায় বিনা টাহায় চিকিৎসা পাইয়া খুব উপকার হইলো।’
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর সার্বিক কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।