গত সপ্তাহে শিশু-বিকাশ কেন্দ্রে যা যা হলো

ধর্মীয় ও নৈতিকতার শিক্ষার ক্লাস নেন স্থানীয় মসজিদের ইমাম সাবিকুল ইসলাম।

প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লীতে প্রতি মাসে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। কার্যক্রমের মধ্যে গ্রামের মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, বয়স্কভাতা বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, কিশোরী মেয়েদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ প্রভৃতি উল্লেখযোগ্য। এই কার্যক্রমের অংশ হিসেবে গত ২ মে শুক্রবার ২০২৫ তারিখ সাদত স্মৃতি পল্লীতে সকাল সাড়ে আটটায় শুরু হয় শিশু-বিকাশ কেন্দ্রে শিশুদের ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার ক্লাস। ক্লাস নেন স্থানীয় মসজিদের ইমাম সাবিকুল ইসলাম। উক্ত ক্লাসের মাধ্যমে শিশুদের ধর্মীয় বিভিন্ন নিয়মকানুন, শিশুদের আচার-আচরণ, আদব-কায়দা ও নৈতিকতার শিক্ষা প্রদান করা হয়। কিভাবে নামাজ পড়তে হয় তা ক্লাসে শেখানো হয়েছে। পাশাপাশি নামাজের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কেও শিশুদের ধারণা প্রদান করা হয়েছে।

ধর্মীয় নৈতিকতা শিক্ষার ক্লাস শেষে শুরু হয় শিশুদের ছবি আঁকার ক্লাস। ছবি আঁকার ক্লাসে সকল শিশুরা খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। ছবি আঁকার ক্ষেত্রে শিশুরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে বেশি আগ্রহী। ছবি আঁকার কাগজ, পেনসিল, স্কেল, রাবার, শার্পনার ও রং পেনসিল সবই প্রকল্প থেকে সরবরাহ করা হয়। ছবি আঁকা শেষে শুরু হয় শিশুদের নাচের ক্লাস। ক্লাসে শিশুদের নাচের বিভিন্ন মুদ্রা শেখানো হয়। নাচের ক্লাসের পরে শুরু হয় শিশুদের গানের ক্লাস। গানের ক্লাসে বর্তমানে একাধিক শিশু নিজে হারমোনিয়াম বাজিয়ে গান করতে পারে। গানের ক্লাসেও শিশুদের গানের তাল, লয় ও সার গাম শেখানো হয়।

এ ছাড়া ওইদিন ২২ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাক্তার খায়রুল ইসলাম। পাশাপাশি ৩০ জন দরিদ্র কিশোরী মেয়েকে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন প্রতি মাসের প্রথম শুক্রবার বিতরণ করা হয়।