সাদত স্মৃতি পল্লী থেকে বয়স্কভাতা প্রাপ্ত ৬০ জন বয়স্ক নারী-পুরুষকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ সকালে সাদত স্মৃতি পল্লীতে এনে সবার হাতে এ উপহার তুলে দেওয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, পাউডার দুধ, কিশমিশ, চিনি, লবণ, গুঁড়া মসলা, তেল, পোলাও চাল ও ডাল।
ঈদ উপহার পেয়ে দড়ি হাইরমারা গ্রামের ৮৪ বছর বয়সী গয়েছ আলী বলেন, ‘আমি প্রায় তিন বছর ধইরা বয়স্ক ভাতা পাইতাছি। পরতেক বছরেই ঈদের আগে পজেডতে (প্রজেক্ট থেকে) আমরারে ঈদের জিনিস পাতি দেয়। আমার কোনো পুলা-মাইয়া নাই। জিনিসগুলা পাইয়া আমার খুউব ভালা লাগছে। ঈদে আর কিছু কিনা লাগবো না।’
হাঁটুভাঙা গ্রামের ৮০ বছর বয়সী সুফিয়া বেগম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদের সব পাইছি। আর কিনুন লাগদো না। আমনেরার সবতের লাইগা দোয়া করি। আল্লায় যেন আমনেরারে ভালা রাহে।’
নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীর অবস্থান। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।