সাদত স্মৃতি পল্লীতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ প্রদান। উক্ত প্রশিক্ষণে স্থানীয় দুটি স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রশিক্ষণের ক্লাস চলবে। শিক্ষার্থীদের অফিস ম্যানেজমেন্টসহ গ্রাফিকসের প্রয়োজনীয় সম্যক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।