‘খুব যত্ন করে শেখায় আমাদের’
নরসিংদীর রায়পুরায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নাচ শেখানো হয়। প্রতি শুক্রবার বিকেলে শিশু-বিকাশ কেন্দ্রের ২৫ জন শিক্ষার্থী নাচ শেখে। শিশুদের নাচ শেখান প্রিয়ংকা খানম । শিক্ষার্থীদের একক ও দলীয়ভাবে শেখানো হয়।
দড়িহাইরমারা গ্রামের মুক্তার হোসেন ও সাবিকুন নাহারের মেয়ে মাহিয়া আক্তার চাঁদনি। শিশু-বিকাশের কেন্দ্রের শিক্ষার্থী চাঁদনি। সেও নাচ শিখে এখানে। চাঁদনি জানায়, ‘আমি ১১০ নং দড়ি হাইরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ি। লেখাপড়ার পাশাপাশি শিশু-বিকাশ কেন্দ্রে নাচ, গান, ইসলামি সংগীত ও আবৃত্তি শিখছি। বিনা মূল্যে অনেক কিছু শেখার সুযোগ আছে এখানে। খুব যত্ন করে এসব শেখায় আমাদের। কোনো টাকা পয়সা লাগে না। বড় হয়ে ডাক্তার হতে চাই।’
সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট৷