সাদত স্মৃতি পল্লীতে আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি প্রদান

সাদত স্মৃতি পল্লী ৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীর অবস্থান। আজ মঙ্গলবার মনিপুরা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীরা সাদত স্মৃতি পল্লীতে এসে নিজ নিজ বৃত্তি গ্রহণ করে। এর আগে গত ৪ সেপ্টেম্বর স্থানীয় ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২০১৯ সাল থেকে সাদত স্মৃতি পল্লী আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি প্রদান করছে।

উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।