বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
শুক্রবার সকালেই সাদত স্মৃতি পল্লীতে শুরু হয় মানুষের আনাগোনা। কেননা প্রতি শুক্রবার সকালে প্রকল্পে সাপ্তাহিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। সকাল ৬ টা থেকে রোগি বা রোগির অভিভাবকেরা লাইনে দাঁড়িয়ে পরেন টিকিট সংগ্রহের জন্য। মাসের প্রথম শুক্রবার হিসেবে কিশোরী মেয়েরাও উপস্থিত হন স্যানিটারি ন্যাপকিন গ্রহণের জন্য।
সকাল ৯ টায় উপস্থিত হন প্রকল্পের নিয়মিত চিকিৎসক শামসুজ্জামান হাসান। প্রথমে তিনি কিশোরী মেয়েদের সঙ্গে কুশল বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। পরে ৩০ জন কিশোরী মেয়েকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।
মনিপুরা গ্রামের আজহারুল ইসলামের মেয়ে সাথী আক্তার বলেন, আমরা গরিব মানুষ স্যানিটারি ন্যাপকিনের কথা শুনলেও ব্যবহার করতে পারতাম না। প্রকল্প থেকে পাই, তাই অসুবিধা হয় না। সাথী আক্তার মনিপুরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
৩০ জন কিশোরী মেয়ের সবাই স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী। বয়:সন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শসহ গতকাল ডাক্তার হাসান ২২ জন রোগিকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।