মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১৫ মার্চ ৬০ জন বয়স্ক নারী–পুরষকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে ৷

নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১৫ মার্চ ৬০ জন বয়স্ক নারী–পুরষকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে৷ সাদত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি দুই কেজি মুড়ি, দুই কেজি চিড়া, দুই কেজি চিনি, এক কেজি খেজুর, ৫০০ গ্রাম ওজনের অরেঞ্জ ড্রিংকস পাউডার৷

 সাদত স্মৃতি পল্লীর উপহার পেয়ে খুব খুশি দড়ি হাইমারা গ্রামের ষাটোর্ধ আব্দুর রাজ্জাক। তিনি বলেন ‘সাদত স্মৃতি পল্লী আমাগো লাইগা অনেক কিছু করতাছে। রোজা শুরুর আগেই ইফতারের জিনিস পাতি দেয়। গত বছরও রোজার আগেই সব দিছে এইবারও আগেই পাইলাম।’

উল্লেখ্য, সাদত স্মৃতি পল্লী থেকে নিয়মিত ৬০ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয়। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী পরিচালিত হয়।  স্মৃতি পল্লীর প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।