‘ সাদত স্মৃতি পল্লীতে আমি নিয়মিত আসি। এখান থেকে প্রতি মাসে বিনা মূল্যে ন্যাপকিন পাই। আমার বাবা ঋণগ্রস্ত কৃষক। আমাদের পক্ষে ন্যাপকিন কেনা সম্ভব নয়। এটি ব্যবহার করে আমি সুস্থ আছি।’ বলছিলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের দরিদ্র ও ঋণগ্রস্ত মানিক চন্দ্র বিশ্বাসের মেয়ে নন্দিনী রাণী বিশ্বাস। সাদত স্মৃতি পল্লীর পক্ষ থেকে তাঁর মত ৩০ জন কিশোরী মেয়েকে প্রতিমাসে বিনামুল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান হয়। পাশাপাশি মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। গত ৩ ফেব্রুয়ারি প্রকল্পের নিয়মিত ডাক্তার শামসুজ্জামান হাসান মেয়েদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।