দরিদ্র মেয়েরা পেল বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন
নরসিংদী রায়পুরার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে ত্রিশ জন কিশোরী মেয়েকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে। প্রতি মাসের প্রথম শুক্রবার স্থানীয় দরিদ্র কিশোরী মেয়েরা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ ও বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন গ্রহণ করে থাকে। সেবা গ্রহণকারী সকলেই স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী।
দড়ি হাইরমারা গ্রামের দানিছ মিয়ার মেয়ে সাবিনা বেগম বলেন, ‘আমি আগে জানতামই না এরকম (ন্যাপকিন) কিছু আছে। আমরা গরিব মানুষ। প্রতি মাসে কিন্না ব্যবহার করা সম্ভব না। পজেডেত্তে (প্রজেক্ট) সহজে পাই, তাই ব্যবহার করতারি। কোনো সমস্যা হয় না।’
প্রতি মাসের নিয়মিত কার্যক্রম হিসেবে গতকাল শুক্রবার এপ্রিল মাসের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। প্রকল্পের নিয়মিত চিকিৎসক ডা. শামসুজ্জামান হাসান মেয়েদের মাঝে এই ন্যাপকিন বিতরণ করেন।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।