‘আমার জন্য খুব উপকার হইছে’

বিনা মূল্যে ডাক্তার দেখাচ্ছেন দড়ি হাইরমারা গ্রামের বাসিন্দা জয়নব বিবি।

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের বাসিন্দা জয়নব বিবি। বয়স ৭৫ বছর।ডায়বেটিসসহ অন্যান্য কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। একই সঙ্গে গ্যাসটিকের সমস্যাও আছে। জয়নব বিবি জানালেন, ‘গত ৪ বছর ধইরা নিয়মিত এইখানে ডাক্তর দেখাই। আজকেও ডাক্তর দেখাইলাম। ওষুধ পাই বিনা পয়সায়। ডাক্তর দেখাইতে কোনো টাকা লাগে না। আমার জন্য খুব উপকার হইছে।’

বীরকান্দি গ্রামের বাসিন্দা সাকিনা । বয়স ১৯ বছর । খোদাদিলা গ্রামের বাসিন্দা মাফিয়া। বয়স ৩১ বছর। উভয়েই  ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন। তাঁরাও প্রকল্পে নিয়মিত ডাক্তার দেখান বলে জানালেন।

বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয় এই প্রকল্প থেকে।

সাদত স্মৃতি পল্লী প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন জানালেন, সপ্তাহে তিনদিন মেডিসিন বিশেষজ্ঞগণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। শুক্রবার ডা.শামসুজ্জামান হাসান, শনিবারে ডা.জান্নাতুল ফেরদৌস ও রোববারে ডা.মাহমুদুল কবির আরিফ স্বাস্থ্যসেবা প্রদান করেন। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয় ।

নরসিংদী জেলার রায়পুরা থানার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীতে শুক্রবার, শনিবার  ও রোববার রোগীদের পাঁচ টাকা মূল্যের টিকিট সংগ্রহের সময় তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও নতুন বা পুরোনো রোগীর তথ্য লিপিবদ্ধ করে রাখা হয়।প্রতিদিন ৩৫জন করে রোগী দেখা হয়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এটি পরিচালনা করছে।