সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছে সাদত স্মৃতি পল্লী। নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় গত ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত চলা স্বাস্থ্যসেবা কার্যক্রমে ৮৯ জন রোগী সেবা গ্রহণ করেছেন। তিন দিনের স্বাস্থ্যাসেবা কার্যক্রম পরিচালনা করেন যথাক্রমে ডা. শামসুজ্জামান হাসান, ডা. মাহমুদুল কবির ও ডা. জান্নাতুল ফেরদৌস। ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ সাদত স্মৃতি পল্লীর পক্ষ থেকে বিনা মূল্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর সার্বিক কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট। স্মৃতি পল্লীতে সপ্তাহের শুক্র, শনি ও রবিবার তিনদিন চিকিৎসা সেবা প্রদান করা হয়।