আট শতাধিক দরিদ্র ও এতিম পেল উন্নতমানের খাবার

বয়স্ক ভাতা ও খাবার হাতে ফিরছেন তাঁরা।

নরসিংদীর রায়পুরা থানাধীন দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত ‘সাদত স্মৃতি পল্লী’ স্থানীয় দরিদ্র মানুষকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। শুধু দড়ি হাইরমারা গ্রামই নয়, আশে-পাশের আরও প্রায় আট-দশটি গ্রামের মানুষ এখান থেকে সেবা গ্রহণ করে থাকেন। সেবাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বহির্বিভাগ স্বাস্থ্য সেবা ও বয়স্ক ভাতা প্রদান।সপ্তাহে ৩ দিন ৩ জন চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে বহির্বিভাগ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থকে। রোগীদের ব্যবস্থাপত্রে উল্লেখিত প্রায় শতভাগ ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।

স্থানীয় একটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া ৬০ জন দরিদ্র ও অসহায় মানুষকে প্রদান করা হয় বয়স্ক ভাতা। প্রতি মাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়ে থাকে। বছরে প্রায় ৫ থেকে ৬ বার স্থানীয় গরিব দুঃখী মানুষ ও স্থানীয় ৫ টি এতিমখানায় ভালো মানের রান্না করা খাবার পরিবেশন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল স্থানীয় ৫ টি এতিমখানা, বয়স্ক ভাতা প্রাপ্ত ৬০ জন বয়স্কসহ স্থানীয় প্রায় ৮ শতাধিক গরিব মানুষকে উন্নতমানের খাবার প্রদান করা হয়েছে। খাবারগুলো রান্না করার পর বক্স আকারে বিরতণ করা হয়েছে। একই সঙ্গে বয়স্ক ভাতা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতাও প্রদান করা হয়েছে।

স্থানীয় একটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ এর ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।