কম্পিউটার প্রশিক্ষণ
‘শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাদত স্মৃতি পল্লী’
গ্রামের শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সাদত স্মৃতি পল্লী। নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীতে গত ৩১ জানুয়ারি থেকে বিনামূল্যে বছরব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস শুরু হয়। স্থানীয় দুইটি স্কুলের নবম শ্রেণির ২০ জন শিক্ষার্থী দুইটি ব্যাচের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করবেন।
স্থানীয় মনিপুরা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী ও ইউনুস মিয়া বালিকা বিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থী নিয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। মনিপুরা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (বিশেষভাবে সক্ষম) বলেন- ‘বর্তমান সময়ে পড়ালেখার পাশাপশি তথ্য–প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমরা এখানে বিনামূল্যে কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছি। সাদত স্মৃতি পল্লী গ্রামের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রুকাইয়া বলেন- ‘আমি কম্পিউটারে গ্রাফিক্সের কাজ শিখতে চাই। আমার ভবিষ্যত ইচ্ছা একজন সফল ব্যবসায়ী হওয়া। ’
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।