‘এখন সুস্থ্য আছি, কোনো অসুবিধা হচ্ছে না’
প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী প্রকল্পে বিভিন্ন কার্যক্রমের মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম। প্রতি সপ্তাহের ন্যায় গত শুক্রবার ছিল নভেম্বর মাসের প্রথম স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক ডা. শামসুজ্জামান হাসান। ওইদিন তিনি মোট ২৭ জন রোগীকে স্বস্থ্যসেবা প্রদান করেন। পাশাপাশি আরও ৩০ জন কিশোরী মেয়েকে স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন।
বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া কিশোরী মেয়েরা স্থানীয় কয়েক স্কুল, কলেজ ও মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী। প্রতি মাসের প্রথম শুক্রবার সাদত স্মৃতি পল্লী প্রকল্প থেকে বিনা মূল্যে স্যনিটারি ন্যাপকিন ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
দড়ি হাইরমারা গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ে কিশোরী রিনা বেগম বলেন, ‘আমার বাবা নাই। আমরা অনেক কষ্টে চলাফেরা করি। আমার সৎ ভাই আমাদের দেখাশোনা করেন। সেখানে প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিনতো আমাদের দু:স্বপ্ন। প্রকল্প থেকে প্রতি মাসে ফ্রি ন্যাপকিন পাই। এখন সুস্থ্য আছি, কোনো অসুবিধা হচ্ছে না।’
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।