সাদত স্মৃতি পল্লীতে বিনামূল্যে ওষুধ পেলেন ৯২ জন
গ্রামের কেউ ভুগছেন ঠান্ডা জ্বরে, কেউবা কাশিতে। সাদত স্মৃতি পল্লীতে সকলে এসেছেন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে। গত ৮ মার্চ নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর চিত্র এটি। সকাল সাতটায় পাঁচ টাকা মূল্যের টিকিট দেওয়া হয় রোগীদের।
দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে সপ্তাহে তিন দিন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। গত ৮ মার্চ ডাক্তার শামসুজ্জামান হাসান ৩৬ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। গত ৯ মার্চ ডা. মাহমুদুল কবির আরিফ ৩৫ জন রোগীকে ও গত ১০ মার্চ ডা. মুন্নি দাস ২১ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। তিন দিনে মোট ৯২ জন রোগীকে স্বাস্থ্যসেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। রোগীদের বেশিরভাগ আবহাওয়া পরিবর্তন জনিত ঠাণ্ডা, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, সাদত স্মৃতি পল্লীতে প্রতি শুক্র, শনি ও রবিবার সকাল ৭ টায় প্রকল্প অফিস থেকে পাঁচ টাকা মূল্যের টিকিট প্রদান করা হয়। ডাক্তার দেখানোর পর সকল রোগীকে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রায় সকল ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।