শিশুবিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হলো ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচন

ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচনে জয়ী রা।

নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীর শিশুবিকাশ কেন্দ্রে গত শুক্রবার অনুষ্ঠিত হয় শিশু শিক্ষার্থীদের ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচন। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে শিশুবিকাশের নুসরাত জাহান সাম্মী, নুসরাত জাহান ইনা, নন্দিনী রাণী বিশ্বাস ও তাহসিন তাহিরা বিথী এই চারজন শিক্ষার্থী। তারা দুই সপ্তাহ যাবৎ শিশুবিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়া ও নির্বাচনী প্রচারণার সময় পায়। নির্বাচনে সাম্মী গোলাপ ফুল, ইনা ইলিশ মাছ, নন্দিনী দোয়েল পাখি ও তাহিরা আম মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে।

ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা।

শিশুবিকাশ কেন্দ্রের ৬০ জন শিক্ষার্থী নির্বাচনে ভোট প্রদান করে। উক্ত নির্বাচনে ভোট গ্রহণে অংশগ্রহণ করে শিশুবিকাশের সাবেক তিন শিক্ষার্থী প্রিসাইডিং অফিসার জেবিন আক্তার, সহকারী প্রিসাইডিং মাহমুদুল হাসান, পোলিং অফিসার আরিফা আক্তার। প্রকল্পের লাইব্রেরি কক্ষে স্থাপন করা হয় ভোট কেন্দ্র ও ভাট গ্রহণের গোপন বুথ। সরবরাহ করা হয় প্রার্থীদের নাম, ছবি ও মার্কাসহ ব‍্যালট পেপার। সকাল দশটায় সকল শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হয় ভোট কেন্দ্রের সামনে। প্রথমে প্রার্থীরা ভোট প্রদান করে। পরবর্তীতে ছোট থেকে বড় একে একে ভোট প্রদান করে। ভোটার তালিকা দেখে ভোটারদের শনাক্ত করে বৃদ্ধাঙ্গুলে কালি দিয়ে ব‍্যালট পেপার প্রদান করা হয়। ব‍্যালট পেপার নিয়ে শিক্ষার্থী ভোটাররা গোপন বুথে রাখা সিল মেরে ভোট দেয়।

ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচনের ফল ঘোষণা পর্ব।

ভোট প্রদান শেষ হলে গণনা শুরু হয়। তারপর সকলের নাশতা খাওয়া শেষ হলে মাঠে এসে প্রকল্পের বট তলায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করে প্রিসাইডিং অফিসার জেবিন আক্তার। সর্বোচ্চ ভোট পেয়ে ক্লাস ক‍্যাপ্টেন নির্বাচিত হয় নুসরাত জাহান সাম্মী। সাম্মীর কাছাকাছি ভোট পেয়ে ক্লাস কো-ক‍্যাপ্টেন নির্বাচিত হয় নুসরাত জাহান ইনা।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের গলায় প্রকল্প থেকে সরবরাহ করা মালা পরিয়ে তাদের বরণ করে নেয় হেরে যাওয়া দুই প্রার্থী। পরে বিজয়ী প্রার্থীরা তাদের গলার মালা খুলে হেরে যাওয়া প্রার্থীদের গলায় পরিয়ে বুকে জড়িয়ে নেয়। পরে বিজয়ী প্রার্থীরা সকল শিক্ষার্থী, প্রকল্পের স্টাফ, শিক্ষক-শিক্ষিকাসহ প্রকল্প থেকে সরবরাহকৃত মিষ্টি বিতরণ করেন।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।