সাদত স্মৃতি পল্লী
স্বাস্থ্যসেবা, ছবি আঁকা ও অন্যান্য ক্লাসের মধ্য দিয়ে নতুন বছরের কার্যকম শুরু
নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে ৫ জানুয়ারি নতুন বছরের প্রথম শুক্রবার স্বাস্থ্যসেবা কার্যক্রমে ২২ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদান করেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক ডা. শামসুজ্জামান হাসান। ব্যবস্থাপত্রের পাশাপাশি ২২ জন রোগীর প্রায় সবাইকে শতভাগ ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়েছে। রোগীর ধরণ বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগ রোগীই ঠান্ডা, জ্বর, কাশি ও চুলকানি জনিত রোগে আক্রান্ত ছিল।
বিনা মূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের নতুন বছরের প্রথম ক্লাস করানো হয়েছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস, ছবি আঁকার ক্লাস দিয়ে শুরু হয় শিশু-বিকাশ কেন্দ্রের নতুন বছরের কার্যক্রম।
স্থানীয় শিশুদের মানুষিক বিকাশের জন্য প্রকল্পে শিশু বিকাশ কার্যক্রমটি পরিচালনা করা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুরাই প্রকল্পের শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।