শুক্রবার নানা আয়োজনে মুখর থাকে শিশু-বিকাশ কেন্দ্র

নাচের ক্লাসে শিক্ষিকা শিশুদের নাচের বিভিন্ন মুদ্রা শিক্ষা দিচ্ছেন।

নরসিংদীর রায়পুরা উপজেলায় সাদত স্মৃতি পল্লীর শিশু-বিকাশ কেন্দ্রে শুক্রবার সকাল থেকে নানা কার্যক্রম পরিচালত হয়। সকাল সাড়ে আটটায় ধর্মীয় ও নৈতিকতা শিক্ষার ক্লাস শুরু হয়। সাড়ে নয়টায় শুরু হয় শিশুদের নাচের ক্লাস। নাচের ক্লাসে শিক্ষিকা শিশুদের নাচের বিভিন্ন মুদ্রা শিক্ষা দেন। পরে একটি গানের সঙ্গে বিভিন্ন দলে ভাগ করে ক্লাসের সকল শিক্ষার্থীদের নাচের সুযোগ দেওয়া হয়। প্রায় সকল শিক্ষার্থীই নাচে আগ্রহী।

ছবি আঁকায় ব্যস্ত শিশুরা।

নাচের ক্লাস শেষ হতেই শিক্ষার্থীদের টিফিন দেওয়া হয়। টিফিন শেষে শুরু হয় গানের ক্লাস। গানের শিক্ষক প্রথমে একটি গান গেয়ে বাচ্চাদের শোনান। তারপর গানটি কার লেখা, সুরকার, গানের কথা, তাল-লয় ও উচ্চারণ নিয়ে আলোচনা করেন। পরে সকলকে একে একে গাইতে দেওয়া হয়।

এরপর শুরু হয় শিশুদের ছবি আঁকার ক্লাস। শিশুরা ছবি আঁকতে খুবই পছন্দ করে। ছবি আঁকার সকল উপকরণ প্রকল্প থেকে সরবরাহ করা হয়। বেশির ভাগ শিশুরাই বিভিন্ন গ্রামীণ ও প্রাকৃতিক দৃশ্য আঁকতে পছন্দ করে।

কম্পিউটার শিক্ষা ক্লাসে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।

ছবি আঁকা ক্লাসের পাশাপাশি অন্য রুমে চলতে থাকে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল দশটা থেকে প্রায় বারোটা পর্যন্ত চলে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।