সাদত স্মৃতি পল্লীতে স্বাস্থ্যসেবা পেলেন ৯৮ জন
নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে গত ২০ ও ২১ ও ২২ অক্টোবর তিন দিনে ৯৮ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। তিন দিন স্বাস্থ্য সেবা প্রদান করেন যথাক্রমে ডা. শামসুজ্জামান হাসান, ডা.মাহমুদুল কবির ও ডা. মুন্নি দাস। ব্যবস্থাপত্র অনুযায়ী প্রায় সকল রোগীকে শতভাগ ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়েছে। বিনা মূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু-বিকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের নাচ, গান, ছবি আঁকা, গল্প, ও কম্পিউটার ক্লাস নেওয়া হয়।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।