পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাদত স্মৃতি পল্লী
নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে প্রতি সপ্তাহে স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা ধরণের কর্মকাণ্ড পরিচলিত হয়। প্রতিষ্ঠানটিতে সপ্তাহে তিনদিন পাঁচ টাকায় দেওয়া হয় স্বাস্থ্যসেবা। সেবা প্রার্থীদের শতভাগ ওষুধ বিতরণ করা হয় বিনা মূল্যে। হাইরমারা ইউনিয়নসহ আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষেরা প্রতি সপ্তাহে সাদত স্মৃতি পল্লীতে ডাক্তার দেখাতে আসেন। এছাড়া সাদত স্মৃতি পল্লীর শিশু-বিকাশ কেন্দ্রে নৈতিক শিক্ষা, নাচ, গান, ছবি আঁকা, গল্প ও নাটকের ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাদত স্মৃতি পল্লী।
গত ২ ও ৩ ফেব্রুয়ারি সাদত স্মৃতি পল্লীতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান ছিল। ৫ টাকা টিকিটের বিনিময়ে দুই দিনে ৬২ জন রোগীকে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া ৩০ জন কিশোরী মেয়েকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। প্রকল্পের নিয়মিত ডাক্তার শামসুজ্জামান হাসান কিশোরী মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা শেষে তাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। প্রতি মাসেই কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। দড়ি হাইরমারা গ্রামের অসহায় ও দরিদ্র্য কিশোরী মেয়েরা এই সেবা পেয়ে থাকে।
গত ২ ও ৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম চলমান ছিল। শিশু বিকাশ কেন্দ্রে নৈতিকতা শিক্ষার পাশাপাশি, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও অভিনয় সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়া হয়। ছবি আঁকার সকল উপকরণ সরবরাহ করে সাদত স্মৃতি পল্লী।
গত ৪ ফেব্রুয়ারি সাদত স্মৃতি পল্লীতে ৬৬ জন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। ৬৬ জন হত দরিদ্র বয়স্ক মানুষকে ১০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
গত ৬ ও ৮ ফেব্রুয়ারি প্রকল্প এলাকার দুটি স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি মনিপুরা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৪০ জন শিক্ষার্থী আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি গ্রহণ করে। গত ৮ ফেব্রুয়ারি ইউনুস মিয়া বালিকা বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি প্রদান করা হয়।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।