সাদত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের স্থানীয় বাসিন্দারা বিনা মূল্যে ঔষধ পেয়েছেন । গত ৮ জুলাই ডা.মাহমুদুল কবির আরিফ ২৯ জন রোগী ও ৯ জুলাই ডা. জান্নাতুল ফেরদৌস ১৮ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করন। চিকিৎসকের সেবা পাওয়ার জন্য রোগীদের মাত্র পাঁচ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট সংগ্রহের সময় তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও নতুন বা পুরোনো রোগীর তথ্য লিপিবদ্ধ করে রাখা হয়। সাদত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ডাক্তারের ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিমাসেই সুবিধাবঞ্চিত মানুষেরা সাদত স্মৃতি পল্লীর ব্যবস্থাপনায় এরকম চিকিৎসা সেবা পেয়ে থাকেন।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর সার্বিক কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।