সাদত স্মৃতি পল্লীর সেলাই মেশিন উপহার

সাদত স্মৃতি পল্লীর উদ্যোগে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে।

সাদত স্মৃতি পল্লীর উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন উপহার প্রদান করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীতে এ উপহার প্রদান করা হয়।

স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার শিকদার সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেলাই প্রশিক্ষণ শেষ করা দুই জন শিক্ষার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সেলাই মেশিন উপহার পাওয়া শিক্ষার্থীরা হলেন প্রথম ব্যাচের - জিদনী আক্তার ও দ্বিতীয় ব্যাচের - সাবিকুন্নাহার।

নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সাদত স্মৃতি পল্লীর উদ্যোগে গত ১৯ এপ্রিল ২০২৪ থেকে শুরু হয় সেলাই প্রশিক্ষণ কার্যক্রম। এ পর্যন্ত দুটি ব্যাচের ১৮ জন শিক্ষার্থী চার মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছেন। বর্তমানে তৃতীয় ব্যাচের নয়জন শিক্ষার্থী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, সাদত স্মৃতি পল্লী গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ২০১৫ সাল থেকে নিরলসভাবে কাজ করছে। মেঘনা নদীর তীর ছুঁয়ে নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।