বয়স্করা গ্রহণ করলেন বয়স্ক ভাতার টাকা

৬০ জন বয়স্ককে প্রতি মাসে এক হাজার করে বয়স্ক ভাতা প্রদান করা হয়।

প্রতি মাসের প্রথম সপ্তাহেই বয়স্কদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের বয়স্ক ভাতার টাকা। গত মঙ্গলবার সকাল নয়টা থেকে সাদত স্মৃতি পল্লীতে কনকনে শীত উপেক্ষা করে আসতে থাকেন বয়স্ক ভাতা প্রাপ্তরা। তাঁদের সবাইকেই ফোন করে জানিয়ে দেওয়া হয়। সকাল দশটা মধ্যে সকল বয়স্করা এসে হাজির হন। সকলকে বয়স্কদের ওয়েটিং রুমে বসিয়ে ভাতা প্রাপ্তির ফাইলে সই নেওয়া হয়। পরে সিরিয়াল অনুযায়ী একে একে বয়স্ক ভাতা গ্রহণ করেন।

৬০ জন বয়স্ককে প্রতি মাসে এক হাজার করে বয়স্ক ভাতা প্রদান করা হয়।

ষাটোর্ধ্ব ৬০ জন বয়স্ককে প্রতি মাসে এক হাজার করে বয়স্ক ভাতা প্রদান করা হয়। বয়স্ক ভাতা প্রাপক সকলেই হাইরমারা ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষ। বয়স্ক ভাতা প্রাপকদের প্রকল্পে এনে বছরে পাঁচ / ছয়বার উন্নতমানের খাবার প্রদান করা হয়। প্রতি বছর রমজান মাসে বয়স্ক ভাতা ছাড়াও তাঁদের ইফতার সামগ্রী, পুষ্টিকর খাবার ও অতিরিক্ত টাকা প্রদান করা হয়। বিভিন্ন সময় মৌসুমি ফল বিতরণ ও খেতে দেওয়া হয়। বিছানার চাদর, মশারি, বালিশের কাভারসহ শীতের কম্বল ও চাদর প্রদান করা হয়। চিকিৎসা সহযোগিতাসহ কেউ মারা গেলে দাফন-কাফনেও আর্থিক সহযোগিতা করা হয়।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।