নানা আয়োজনে মুখরিত সাদত স্মৃতি পল্লী
প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে গত শুক্রবার ও শনিবার ৫৬ জন রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এই দুইদিন দুজন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ব্যবস্থাপত্র অনুযায়ী প্রায় সকল রোগীকে শতভাগ ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়েছে। সেবা নিতে আসা বেশির ভাগ রোগীই ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাশাপাশি এই দুই দিন শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীদের নাচ, গান, ছবি আঁকা, গল্প, নাটকের ও কম্পিউটার ক্লাস নেওয়া হয়েছে।
তা ছাড়া গত ২০ আগস্ট শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর পরিচালক জনাব তানভীর আহমেদের জন্মদিন উপলক্ষে স্থানীয় ৫টি এতিমখানার শিশুদের এবং প্রকল্প থেকে বয়স্ক ভাতাপ্রাপ্ত ৬৫ জন বয়স্কসহ প্রায় ৬৫০ জনকে খাবার প্রদান করা হয়েছে। সকাল সাড়ে নয়টার মধ্যে এতিমখানাগুলোতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে সকল বয়স্ক ভাতা প্রাপকদের প্রকল্পে বসিয়ে খাবার প্রদান করা হয়।
এদিকে গতকাল বিকেলে শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের দিয়ে জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-বিকাশ কেন্দ্রের শিশুরা বিভিন্ন নাচ ও গানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে বিভিন্ন রকমের চকলেট ও কেক বিতরণ করা হয়। উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।