সাফল্য
সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নরসিংদীর রায়পুরা উপজেলায় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় রায়পুরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সাদত স্মৃতি পল্লীর শিক্ষার্থীরাও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী নুসরাত জাহান সাম্মি। শিশু বিকাশ কেন্দ্রের তৈয়বা আক্তার আবৃত্তি প্রতিযোগিতায় অর্জন করে তৃতীয় স্থান। প্রতিযোগিতার আর একটি ইভেন্ট ইসলামি সংগীতে অংশ নিয়ে প্রথম স্থান পায় শিশু বিকাশ কেন্দ্রের মুন্নি আক্তার। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রায়পুরা উপজেলার সুপারভাইজার মিজানুর রহমান পাঠান।
উল্লেখ্য, নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি অবস্থিত। সাদত স্মৃতি পল্লীতে শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম চলমান রয়েছে। গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে শিশু বিকাশ কেন্দ্রে নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি ও অভিনয় শিক্ষার ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হয়। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।