সাদত স্মৃতি পল্লীতে গত ১০ মার্চ থেকে শুরু হয়েছে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ ক্লাস চলবে। নরসিংদীর রায়পুরা উপজেলার ইউনূস মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের অফিস ম্যানেজমেন্ট ও গ্রাফিক্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইউনূস মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম প্রশিক্ষণের সুযোগ পেয়ে বলেন- ‘আমাদের পাঠ্যসূচিতে আইসিটি বিষয় থাকলেও ব্যবহারিক ক্লাসের কোনো সুযোগ নেই। বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা ছাড়া কোথাও কর্মসংস্থান চিন্তাও করা যায় না। এই প্রশিক্ষণ আমাদের খুব কাজে লাগবে।’
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম পরিচালিত হয়। সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।