গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সাদত স্মৃতি পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেঘনা নদীর তীর ছুঁয়ে নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান। সাদত স্মৃতির পল্লীর একটি নিয়মিত কার্যক্রম বয়স্ক ভাতা প্রদান। ষাটোর্ধ ৬৯ জন সুবিধাবঞ্চিত বয়স্ক নারী–পুরষকে প্রতিমাসে ১ হাজার টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি গত ২৬ মার্চ ৬৯ জন বয়স্ক নারী–পুরুষকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১প্যাকেট, সয়াবিন তেল ১ লিটার, মশুর ডাল, প্যাকেটজাত দুধ, লবন, সাবান, মাংসের মসলা , নারিকেল তেল প্রভৃতি। এছাড়া ৬৯ জন নারী–পুরুষকে এপ্রিল মাসের বয়স্কভাতা অগ্রিম প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।