সাদত স্মৃতি পল্লীতে ইফতারসামগ্রী বিতরণ

গত ১০ মার্চ সাদত স্মৃতি পল্লীর পক্ষ থেকে ৬৬ জন বয়স্ক নারী–পুরষকে ইফতারসামগ্রী প্রদান করা হয়৷

নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীতে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।  পবিত্র রমজান উপলক্ষে গত ১০ মার্চ ৬৬ জন বয়স্ক নারী–পুরষকে ইফতারসামগ্রী প্রদান করা হয়৷ গ্রামের প্রবীণদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ডা. মুন্নি দাস। তিনি সাদত স্মৃতি পল্লীতে নিয়মিত স্বাস্থ্যা সেবা প্রদান করেন। ইফতার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে  আব্দুস সাত্তার (৮৫) বলেন- ‘প্রত্যেক বছর রোজার আগেই আমরা আাশায় থাহি ইফতারের জিনিস - পাতি পাইয়াম। এবারও পাইলাম, রোজার মাসে আর এসব কিনা লাগবো না।’

উল্লেখ্য, নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতির পল্লীর একটি কার্যক্রম বয়স্ক ভাতা প্রদান। ষাটোর্ধ ৬৬ জন বয়স্ক নারী–পুরষকে প্রতিমাসে ১ হাজার টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়। গত ১০ মার্চ সাদত স্মৃতি পল্লীতে বয়স্ক ভাতা  প্রাপ্ত সকলের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী।  ইফতার সামগ্রী হিসেবে ২ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ১ কেজি চিড়া ও ৫০০ গ্রাম ওজনের অরেঞ্জ ড্রিংকস পাউডার প্রদান করা হয়েছে।

শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।