নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লী থেকে ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত ১৫ জুলাই, স্থানীয় ইউনূস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদত স্মৃতি পল্লীতে এসে শিক্ষা বৃত্তি গ্রহণ করে। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে মায়ের নামে ‘আম্বিয়া খাতুন স্মৃতি মেধাবৃত্তি’ দিয়ে আসছেন শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ । মেধাবৃত্তির আওতায় স্থানীয় মনিপুরা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন ও ইউনূস মিয়া বালিকা বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।