দড়ি হাইরমারা গ্রামে কম্পিউটার প্রশিক্ষণ

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কম্পিউটার প্রশিক্ষক নিহাল মাহমুদ।

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে পৃথক দুটি ব্যাচে ছয় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত ১৬ এপ্রিল সাদত স্মৃতি পল্লীতে স্থানীয় মনিপুরা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা (দ্বিতীয় ব্যাচ) কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে অংশ নেন। প্রায় আড়াই ঘন্টা ধরে চলা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কম্পিউটার প্রশিক্ষক নিহাল মাহমুদ।  

উল্লেখ্য, নরসিংদীর রায়পুরা উপজেলার ইউনূস মিয়া উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ব্যাচে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন। শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম পরিচালিত হয়। সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।