প্রবীণদের স্বাস্থ্যসেবাসহ সার্বিক উন্নয়নে রাষ্ট্র, সমাজ এবং পরিবার এখনো উদাসীন। এক্ষেত্রে ব্যতিক্রম ভূমিকা পালন করছে সাদত স্মৃতি পল্লী। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে নিরলসভাবে কাজ করছে।মেঘনা নদীর তীর ছুঁয়ে নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান।
সাদত স্মৃতির পল্লীর একটি নিয়মিত কার্যক্রম বয়স্ক ভাতা প্রদান। ষাটোর্ধ ৬৯ জন সুবিধাবঞ্চিত বয়স্ক নারী–পুরষকে প্রতিমাসে ১ হাজার টাকা করে বয়স্ক ভাতা প্রদান করা হয়। গত ২ ফেব্রুয়ারি ৬৯ জন বয়স্ক নারী–পুরুষ বয়স্ক ভাতা গ্রহণ করেছেন। বয়স্ক ভাতার পাশাপাশি সাদত স্মৃতি পল্লী থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পান গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ।
এছাড়া সাদত স্মৃতি পল্লীর শিশু-বিকাশ কেন্দ্রে নৈতিক শিক্ষা, নাচ, গান, ছবি আঁকা, গল্প ও নাটকের ক্লাস নিয়মিত অনুষ্ঠিত হয়। সাদত স্মৃতি পল্লীতে কম্পিউটার প্রশিক্ষণ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।