সাদত স্মৃতি পল্লী প্রকল্প এলাকার কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া দরিদ্র কিশোরী শিক্ষার্থীকে প্রকল্প থেকে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। প্রতি মাসের প্রথম শুক্রবার ৩০ জন কিশোরী মেয়ে প্রকল্পে এসে এই সেবা গ্রহণ করে। পাশাপাশি বয়:সন্ধিকালীন সময়ে কিশোরী মেয়েদের বেড়ে ওঠা, খাবারে সচেতনতা ও শারীরিক সুস্থতা বিষয়েও পরামর্শ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি (শুক্রবার) প্রকল্পের নিয়মিত চিকিৎসক ডা. শামসুজ্জামান হাসান স্বাস্থ্য পরামর্শ দেন এবং মেয়েদের হাতে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন।
কিশোরী মেয়েরা তাদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ গ্রহণে প্রতি সপ্তাহে তিনজন ডাক্তারের শরণাপন্ন হতে পারে। আর তাদের নিয়মিত পরামর্শ প্রদান করেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস ঐশী।
স্থানীয় ইউনূস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি আক্তার জানায়, ‘আমি এইবারই প্রথম পাইছি। আমি আগে কখনো সেনুরা ব্যবহার করছি না।’ সেবা প্রাপ্ত ৩০ জনের মধ্যে একজনের বিয়ে হয়ে যাওয়ায় তার স্থলে ফেরদৌসি আক্তারকে যুক্ত করা হয়েছে।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।