শিশু-বিকাশ কেন্দ্রে গান আর গল্পের ক্লাস…

গানের ক্লাসে শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা।

গান, গল্প আর কথামালায় অন্যরকম বিকেল কাটাল শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা। গত ১১ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরায় অবস্থিত সাদত স্মৃতি পল্লীতে গান ও গল্পের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গল্পের ক্লাসে শিক্ষার্থীদের একটি গল্প পড়ে শোনানো হয়। গল্পের মূল বিষয় নিয়ে শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেয়। এরপর শিক্ষার্থীরা নিজেদের মতো করে গল্পটি উপস্থাপন করে। গল্পের ক্লাস পরিচালনা করেন রাহিমা আক্তার।

গল্পের ক্লাস শেষ হতে না হতেই শুরু হয় গানের ক্লাস। গানের শিক্ষক ক্লাসে একটি গান গেয়ে শোনান। গানের কথা, সুর ও উচ্চারণ সম্পর্কেও শিক্ষার্থীদের সম‍্যক ধারণা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের গানটি গাইতে দেওয়া হয়। গানের ক্লাস পরিচালনা করেন নজির আহমেদ।

উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট। শিশু-বিকাশ কেন্দ্রের মোট শিক্ষার্থী সংখ্যা ৬০ জন।