গান– গল্পে শিশুদের অন্য জগৎ

গত ১ এপ্রিল সাদত স্মৃতি পল্লীর শিশু–বিকাশ কেন্দ্রে গান ও গল্পের ক্লাস অনুষ্ঠিত হয়।

সুর–তাল–লয় এই তিন মিলে হয় গান। ইউটিউব, ইন্টারনেটের যুগে প্রায় সবখানেই গান শোনাটা সহজ। কিন্তু নিভৃত পল্লীতে হারমোনিয়াম টেনে শিশুদের কন্ঠে ‘সা-রে-গা-মা-পা’শুনতে পাওয়া বিরলই বটে। এক্ষেত্রে ব্যতিক্রম দড়ি হাইরমারা গ্রাম। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীতে প্রতি শনিবারেই বসে গানের ক্লাস। পল্লীর শিশু–বিকাশ কেন্দ্রে কচি–কাঁচাদের গানের কথা, সুর ও উচ্চারণ সম্পর্কে সম‍্যক ধারণা দেওয়া হয়। গত ১ এপ্রিল ২০২৩, সাদত স্মৃতি পল্লীতে গানের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গান শেখার পাশাপাশি শিশুরা অংশ  নেয় গল্পের ক্লাসে। গ্রামের সুবিধাবঞ্চিত শিশুরা গল্পের ক্লাসে অন্য জগৎ এর সন্ধান পান।

গল্পের ক্লাসে শিক্ষার্থীদের একটি গল্প পড়ে শোনানো হয়। গল্পের মূল বিষয় নিয়ে শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেয়। এরপর শিক্ষার্থীরা নিজেদের মতো করে গল্পটি উপস্থাপন করে। উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর সার্বিক কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।