মেঘনা নদীর তীর ছুঁয়ে দড়ি হাইরমারা গ্রাম। পল্লীতে নেই খেলাধুলো বা বিনোদনের তেমন সুযোগ। এমনই এলাকায় সপ্তাহের প্রতি শনিবার অনুষ্ঠিত হয় শিশুদের নাচের ক্লাস। সাদত স্মৃতি পল্লীর শিশু–বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় শিশুরা নৃত্য–আনন্দে মেতে ওঠে। গত ৮ এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত সাদত স্মৃতি পল্লীর শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায় কেন্দ্রের প্রায় সকল শিক্ষার্থীই নাচে আগ্রহী। নাচের পাশাপাশি শিশু–বিকাশ কেন্দ্রে গান ও ছবি আঁকা সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়া হয়। ছবি আঁকার সকল উপকরণ সরবরাহ করে সাদত স্মৃতি পল্লী।
উল্লেখ্য,শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম পরিচালিত হয়। সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।