সাদত স্মৃতি পল্লীতে শুক্রবার থেকে পুনরায় স্বাস্থ্যসেবা চালু হচ্ছে
সাদত স্মৃতি পল্লী প্রকল্পে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা শুক্রবার থেকে আবার চালু করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ ছিল । সপ্তাহে তিন দিন প্রকল্প এলাকা রোগীরা ডাক্তার দেখাতে আসতেন,তা আবার চালু হবে। দড়ি হাইরমারা, হাইরমারা,খোদাদিলা, আলোকবালি, বাখরনগর, সাউদ পাড়া, নিলক্ষা, আব্দুল্লাহপুর, বীরকান্দি, মনিপুরা, হাসনাবাদ, হাটুভাঙ্গা, চর সুবুদ্ধিসহ পার্শ্ববর্তী গ্রাম থেকে রোগীরা আসেন । নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে ডাক্তার দেখিয়ে বিনা মূল্যে ওষধ পাওয়া যায়।
নরসিংদী সাদত স্মৃতি পল্লী প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন জানালেন, ’মাস্ক ছাড়া কোন রোগীকে প্রকল্পের ভেতরে ঢুকতে দেওয়া হবে না৷ যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক সকাল ৭ টার মধ্যে প্রকল্পের অফিস থেকে টিকিট সংগ্রহ করতে হবে৷ সকাল ৮ টায় ডাক্তার বসবেন।’
তিনি আরও জনালেন, ’সপ্তাহে শুক্র, শনি ও রবিবার মেডিসিন বিশেষজ্ঞগণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। রোগীদের মধ্যে পুরুষের তুলনায় নারী ও শিশুর সংখ্যা বেশি হয়। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষধ বিনা মূল্যে বিতরণ করা হয়। ডাক্তারের ব্যবস্থাপত্রের নির্দেশনা অনুযায়ী বিনা মূল্যে ক্যুইক টেষ্টের মাধ্যমে ডায়বেটিসও পরীক্ষা করানো হয়।
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এটি পরিচালনা করছে।