কিশোরী স্বাস্থ্য
প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
আগে মা আমারে ন্যাকড়া কাপড় দিত। এখন আমি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি। অহনে আর কোনো সমস্যা নাই। এমনটাই জানালেন দড়ি হাইরমারা গ্রামে বাসিন্দা মায়েদা আফরিন মুক্তা। মুক্তার মতো মাদ্রাসা, স্কুল ও কলেজের ৩০ জন শিক্ষার্থী কিশোরী মেয়েকে প্রতি মাসে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। নিয়মিত এই কার্যক্রমের অংশ হিসেবে গত ৩ জুন শুক্রবার ৩০ জন দারিদ্র্য কিশোরী মেয়েকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে।
নরসিংদী জেলার রায়পুর উপজেলার দড়িহাইর মারা গ্রামে সাদত স্মৃতি পল্লী। এই সাদত স্মৃতি পল্লীতে কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শসহ প্রতি মাসে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
তমা রানি দাস বলেন, ‘আগে আমার দিদি ন্যাপকিন পেত। দিদির বিয়ে হয়ে গেছে। এখন আমি পাই। এটা ব্যবহার আমি সুস্থ আছি। ন্যাপকিন পেয়ে আমি ও আমার পরিবার উপকৃত।’
সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।