প্রতি মাসে অসহায় বৃদ্ধদের দেওয়া হচ্ছে বয়স্কভাতা

প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পে গতকাল বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। প্রতি মাসে প্রদান করা হয় এই ভাতা।
প্রথম আলো।

নরসিংদী জেলার রায়পুরা থানার বীরকান্দি গ্রামের মরহুম দুলাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম। বয়স ৭০ বছর। মানুষের বাড়িতে কাজ করে দিন যাপন করতেন। তিনি এখন বয়স্ক ভাতা পান । প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পে মোমেনা বেগমের মতো তালিকাভুক্ত ৬০ জন বৃদ্ধ অসহায় মানুষকে প্রতি মাসে এক হাজার টাকা করে বয়স্কভাতা দেওয়া হয়। নরসিংদী জেলার রায়পুরা থানার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীর অবস্থান। দড়ি হাইরমারা, মনিপুরা, হাইরমারা, সাউদপাড়া, বীরকান্দি, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন গ্রামের বয়স্ক লোকেরা প্রকল্পের ভাতা গ্রহণ করে থাকেন। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।

নরসিংদী সাদত স্মৃতি পল্লী প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন জানালেন, ‘প্রতি মাসের বয়স্কভাতা দেওয়া হয়। বছরে চার থেকে পাঁচবার বয়স্কদের প্রকল্পে এনে ভালো মানের খাবার খাওয়ানো হয়। বছরে দুটি ঈদে বয়স্কদের বয়স্ক ভাতাসহ অতিরিক্ত ৫০০ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়। ফলের মৌসুমে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। কেউ মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে সান্ত্বনা ও মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত ব্যয় বহন করা হয়। মৃত ব্যক্তির পরিবর্তে তার স্বামী বা স্ত্রী বেঁচে থাকলে তাদের ভাতা প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যথায় নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। আট থেকে দশ জন সেবা প্রাপকদের বাড়িতে গিয়ে প্রতি মাসেই ভাতা সংক্রান্ত অর্থের যথাযথ ব্যয়ের তথ্য সংগ্রহ করেন। শীতকালে বয়স্কদের শীতবস্ত্র প্রদান করা হয়।’