কিশোরী মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুরু
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লী থেকে স্থানীয় কিশোরী মেয়েদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। করোনার কারণে দীর্ঘ দেড় বছর শুধু বয়স্ক ভাতা কার্যক্রম ছাড়া বন্ধ ছিল প্রকল্পের প্রায় সকল কার্যক্রম। সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সকল কার্যক্রম খোলে দেওয়ায়, সাদত স্মৃতি পল্লীর সকল কার্যক্রম খোলে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানসহ তাদের মাঝে বিতরণ করা হয়েছে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন। স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রমে কিশোরী মেয়েদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন প্রকল্পে যুক্ত হওয়া নতুন চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঐশী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দড়ি হাইরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহানারা পারভীন, শিশু-বিকাশের শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকটি স্কুল ও মাদ্রাসার ৩০ জন দরিদ্র্য পরিবারের কিশোরী মেয়েরা।
দরিদ্র পরিবারের এই ৩০জন কিশোরী মেয়েদের মাঝে বিতরণ করা হয় বিনা মূল্যের স্যানিটারি ন্যাপকিন। এ ছাড়া প্রকল্প পরিচালক আজিজা বেগমের নির্দেশে উপস্থিত কিশোরী মেয়েদের সকালে পুষ্টিকর নাশতা হিসেবে ডিম, কলা ও কেক প্রদান করা হয়। উক্ত কার্যক্রমের আওতায় প্রতি মাসেই স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে।
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।