‘এহন বাড়িত্ থাইকাই চিকিৎসা পাইয়াম’

স্বাস্থ্যবিধি মেনে সাদত স্মৃতি পল্লী প্রকল্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন রোগীরা।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে ডাক্তার দেখিয়ে বিনা মূল্যে ওষুধ পাওয়া যায়। সাদত স্মৃতি পল্লী প্রকল্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে দড়ি হাইরমারা ও পার্শ্ববর্তী গ্রাম থেকে রোগীরা আসেন । ডাক্তার দেখাতে হলে সকাল ৭:০০ টার মধ্যে প্রকল্পের অফিস থেকে টিকিট সংগ্রহ করতে হয়৷ সকাল ৮ টায় ডাক্তার বসেন। করোনা পরিস্থিতির কারণে সাময়িক স্বাস্থ্য সেবা বন্ধ ছিল। তবে এখন চালু করা হয়েছে।

দড়ি হাইরমারার বাসিন্দা শাহাদত হোসেন জানালেন, ‘অনেক দিন হাসপাতাল বন্ধ থাহায় আমরা অসুবিধা অয়ছে৷ নরসিংদী গেলে সিরিয়াল ধইরা ডাক্তার দেহাইলে হাইঞ্জা (সন্ধ্যা) অইয়া জাগা৷ অহনে আমরা আর ফারাক যাওন লাগদোনা৷ এহন বাড়িত্ থাইকাই চিগিসা (চিকিৎসা) পাইয়াম।’

স্বাস্থ্যবিধি মেনে সাদত স্মৃতি পল্লী প্রকল্পে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

নরসিংদী সাদত স্মৃতি পল্লীর প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন জানালেন, সপ্তাহে শুক্র ও রবিবার দুই দিন মেডিসিন বিশেষজ্ঞগণ স্বাস্থ্যসেবা প্রদান করেন। মাস্ক ছাড়া কোন রোগীকে প্রকল্পের ভেতরে ঢুকতে দেওয়া হয় না৷ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়। ডাক্তারের ব্যবস্থাপত্রের নির্দেশনা অনুযায়ী বিনা মূল্যে ক্যুইক টেস্টের মাধ্যমে ডায়বেটিসও পরীক্ষা করানো হয় এখানে।

সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহায়তায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।