জুবায়ের কবির তুষার স্মরণে
স্বেচ্ছাসেবকদের দৃষ্টান্ত তুষার
সারা দেশে প্রথম আলো ট্রাস্টের যে ত্রাণ বা সহায়তা কার্যক্রম চলে তার প্রাণ বন্ধুসভা। বন্ধুসভার বন্ধুরা দেশের নানা দুর্যোগে প্রথম আলো ট্রাস্টের হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জুবায়ের কবির তুষার বন্ধুসভার তেমনই এক বন্ধু, যিনি দেশের যেকোনো ক্রান্তিকালে তাঁর সর্বোচ্চটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২ সেপ্টেম্বর ২০২৪ হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুবায়ের কবির। প্রথম আলো ট্রাস্ট বন্ধু জুবায়ের কবির তুষারের অকালপ্রয়াণে শোকাহত। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় জুবায়ের কবির তুষারের কাজ করার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বন্ধুসভার পুরোনো বন্ধু হাসান মাহমুদ।
চলমান বন্যা পরিস্থিতিতে কয়েক দিন আগে ফেনী জেলায় ত্রাণ কার্যক্রমে গিয়েছিলাম। নিজে যেতে না পারলেও ফোন করে খোঁজ নিয়েছেন, কোন সময় কোন ধরনের ত্রাণ প্রয়োজন, মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে কি না, বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে—এসব নিয়ে কত কথা হয়েছে তুষারের সঙ্গে।
আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকতেন জুবায়ের কবির তুষার। সব সময় আমাদের অনুপ্রেরণা জোগাতেন, স্বপ্ন দেখাতেন। সুন্দরের কথা, বিজয়ের কথা, ভালো কাজের কথা বলতেন তরুণ এই সংগঠক। সদা হাস্যোজ্জ্বল বন্ধু তুষার বাংলাদেশে স্বেচ্ছাসেবকদের জন্য অন্যতম দৃষ্টান্ত। তাঁর কাছেই শিখেছি কীভাবে ঝড়, বন্যা, পাহাড়ধস, ভবনধস, অগ্নিসংযোগের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে হয়।
বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দেশ গড়ার স্বপ্ন দেখতেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলেন। কর্মসূত্রে দেশের বাইরে অবস্থান করলেও তাঁর মন পড়ে থাকত দেশের বিভিন্ন ঘটনাপ্রবাহের দিকে। সবার সঙ্গে এমনভাবে যোগাযোগ রাখতেন, যেন তিনি দেশেই আছেন।
গত ২ সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের কবির। তাঁর প্রয়াণে আমরা শোকাহত। তুষার বেঁচে থাকবেন দেশের সকল স্বেচ্ছাসেবকদের ভালো কাজের মধ্য দিয়ে।