শীতার্তদের পাশে প্রথম আলো ট্রাস্ট

প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল ২৫০ জন দুস্থ শীতার্তের মাঝে বিতরণ করেছে পার্বতীপুর বন্ধুসভা। গত ৪ জানুয়ারি ২০২১, পার্বতীপুর সরকারি কলেজ মাঠে।
ছবি: প্রথম আলো।

দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশনে ভিক্ষা করেন অশীতিপর ছবিতন নেছা। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেললেন। বন্ধুসভার বন্ধু মেহবুবার হাত জড়িয়ে ধরে বলেন, ‘জারের দিনে একখান কম্বল দিয়া প্রথম আলো বাপের কাম কচ্ছে বাহে। মোর বেটা নাই, বেটি নাই। এ দুনিয়াত মোর কাহও নাই। তোমরায় মোর ছাওয়া।’ ২০২১ সালের ৪ জানুয়ারি পার্বতীপুর সরকারি কলেজ মাঠে আড়াই শ শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল বিতরণ করেন পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা। প্রতিবছর শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে প্রথম আলো ট্রাস্ট। ২০২০ সালে প্রথম আলো ট্রাস্ট দেশের ২০টি জায়গায় ২ হাজার ২০০ কম্বল বিতরণ করেছে। ২০২১ সালে দেশের ২৫টি জেলায় ৫ হাজার ৫০০ পরিবারের কাছে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত ৪ জানুয়ারি, ২০২১ সকালে দিনাজপুরে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার রাজবাটি এলাকার হীরাবাগান মাঠে।
ছবি: প্রথম আলো।

দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিল। ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অথবা শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় প্রথম আলো। প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলের মাধ্যমে অব্যাহত রাখে এই কাজ। এই কাজগুলো প্রথম আলো ট্রাস্টের পক্ষে করা সম্ভব হতো না যদি সঙ্গী হিসেবে বন্ধুসভার বন্ধুরা পাশে না থাকতেন। আর পুরো কাজ একেবারেই অসম্ভব হয়ে যেত, যদি আমাদের সঙ্গে আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীরা না থাকতেন। আমরা সব সময় ধন্যবাদ জানাতে চাই আমাদের শুভানুধ্যায়ীসহ সবাইকে, যাঁরা বিভিন্ন সময় আমাদের আর্থিক সহায়তা দিয়েছেন। আপনাদের সেই সহায়তার জন্য আমরা শীতার্তদের পাশে দাঁড়াতে পেরেছি, তাঁদের মুখে হাসি ফোটাতে পেরেছি।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হয়। তারাগঞ্জের ইকরচালী উচ্চবিদ্যালয়ের মাঠে।
ছবি: প্রথম আলো।

সারা দেশ আবারও কাঁপতে শুরু করেছে শীতে। ইতিমধ্যেই সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হিমালয় পার হয়ে শীতের হিমেল হাওয়া উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে জানান দিচ্ছে হাড়কাঁপানো শীতের। পঞ্চগড় দিয়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। প্রথম আলো ট্রাস্ট শীতবস্ত্র নিয়ে পৌঁছে যেতে চায় শীতার্তদের কাছে। এই শৈত্যপ্রবাহের দাপট উপেক্ষা করে বন্ধুসভার বন্ধুরা তাঁদের এলাকার দুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছেন। তাঁদের হাতে স্লিপ দিচ্ছেন। দুস্থ মানুষের জানাচ্ছেন কোথায়, কখন শীতবস্ত্র তুলে দেওয়া হবে তাঁদের হাতে। প্রথম আলো ট্রাস্ট সব সময় মানুষের জন্য, মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রথম আলো ট্রাস্ট চায় দেশের মানুষের মুখের অমলিন হাসিটা ধরে রাখতে। প্রথম আলো ট্রাস্টের ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে আপনিও শীতার্তদের পাশে দাঁড়াতে পারেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও।

সহায়তা পাঠানো যাবে ০১৭১৩০৬৭৫৭৬ (বিকাশ) বা যেকোনো ব্যাংকের মাধ্যমে।

ব্যাংক হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।

লেখক: সমন্বয়ক, প্রথম আলো ট্রাস্ট