সিলেট ও সুনামগঞ্জের অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য এগিয়ে আসেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মীবৃন্দ ও তাঁদের পরিবারের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে ৮০হাজার ৭০০টাকা দিয়েছেন। গত ২৩ জুন প্রথম আলোর কার্যালয়ে এসে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের হাতে এ সহায়তা তুলে দেন। সকলের সমন্বিত সহযোগিতায় সিলেটের বন্যা দুর্গতদের জন্য প্রথম আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ অব্যাহত আছে।
বন্যা দুর্গত এ সব অঞ্চলের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। আশ্রয়কেন্দ্রে খাবারসহ বিশুদ্ধ পানির অভাব, এমনকি শিশুদের খাবারের সংকট দেখা দিয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনিও।
এগিয়ে আসতে পারেন আপনিও:
সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
ব্যাংক হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। এ ছাড়া বিকাশ অ্যাপের ডোনেশনের মাধ্যমেও আপনার সহযোগিতা পাঠাতে পারেন।