দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে শীতের হিমেল হাওয়া। তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রির নিচে। মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার সকালে জেলার আটোয়ারী উপজেলা সদরের আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন অসহায়, দুস্থ, প্রতিবন্ধীসহ ১৫০ নারী-পুরুষ। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম আলো ট্রাস্টের কম্বল। আয়োজনে ছিলেন সেখানকার প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। পরে আরও কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫০টি কম্বল বিতরণ করা হয়।
আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকা থেকে এসেছিলেন ষাটোর্ধ্ব ইমামী বেগম। তিনি বলেন, ‘জারে কম্বল দিয়ে খুপে (খুব) উপকার করলেন, বাপু। দিনের বেলা কুনিক (অল্প) রোদ উঠিলেও রাইতোত শীল শীল বাতাস খানোত হাত-পাওলা ককড়া হয় আসেছে, ঘরের টাটির (বেড়া) ফাঁক দিয়ে বাতাস ঢুকেচে, এইবার মোক কেহ (কেউ) কম্বল দেয়নি, তোমরায় পরথম দিলেন।’
আটোয়ারীর আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘মুই তোমহার তানে দুয়া করিম, বাপু। কম্বলখান পায়া এলা শান্তিতে ঘুমাবা পারিম।’
কম্বল বিতরণের সময় আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর, আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন, আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক আরিফ হোসেন চৌধুরী, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে বন্ধুসভার সদস্যরা পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় শহরের ডোকরোপাড়া, রামের ডাঙ্গা, সদর উপজেলার চেকরমারী ও জেলা শহরের ফুলতলা এলাকায় গরিব ও দুস্থ মানুষের বাড়িতে গিয়ে আরও ৫০টি কম্বল বিতরণ করেন।