ফেনী, নোয়াখলী, কুমিল্লাসহ দেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় সহযোগিতার হাত বাড়িয়েছে মাগুরার চৌরঙ্গী ক্লাব। এই সংগঠনের সদস্যদের ব্যাক্তিগত অনুদান হিসেবে ত্রাণ তহবিলে জমা হওয়া নগদ ১০ হাজার ৫০০ টাকা বুধবার প্রথম আলো ট্রাষ্টে জমা দেওয়া হয়। প্রথম আলো ট্রাষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা চিকিৎসায় খরচ করবে।
চৌরঙ্গী ক্লাব একটি জনকল্যাণমূলক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রতিষ্ঠিত এই ক্লাব পরিচালনার মূলনীতি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। যাত্রা শুরুর পর করোনা মহামারীসহ দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে চৌরঙ্গী ক্লাব। দেশপ্রেম, সততা ও নিষ্ঠার চর্চার মাধ্যমে জনকল্যাণমূলক সমাজ গঠনে সহযোগিতা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এই সংগঠনটি মাগুরার ক্রীড়া ও সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।