মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশের সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে বই বিতরণ করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের বুলচান্দ উচ্চবিদ্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নূরুল আবেদীন, প্রধান শিক্ষক নমিতা সরকার, সাংবাদিক খলিল রহমান, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য, বন্ধুসভার উপদেষ্টা রাজু আহমেদ, শিক্ষক রনজিত কুমার দে, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ কুমার পাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বুলচান্দ উচ্চবিদ্যালয়, আলহাজ জমিরুননূর উচ্চবিদ্যালয়, অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালীবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়,শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গণগ্রন্থাগার।
আয়োজকেরা জানান, চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগের সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। যেকোনো ব্যক্তি চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে এ উদ্যোগে অংশ নিতে পারেন। ইতিমধ্যে অনেকের ছোট ছোট অনুদান একত্র করে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন পাঠাগারে সাড়ে ৭২ হাজার বই বিতরণ করা হয়েছে। ২০২৩ সালেও সেই কার্যক্রম চলমান।